বিএনপি

আলোচনার জন্য বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার জন্য  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন।  আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।

শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাকড়াইলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন,  আমরা যারা নির্বাচন চাই, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই নির্বাচন ও গণমানুষের কথা বলি তারাই বাংলাদেশের বিরুদ্ধে চলে গিয়েছি। কারণ তারা (সরকার) নির্বাচন ও গণতন্ত্রের শক্ত ভিত্তি চায় না। তারা চায় বাংলাদেশ বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদের দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। আমাদের সন্তানদেরও তারা এসব প্রচারণার অংশ বানিয়ে নিয়েছে। আমার ওপর যে অত্যাচার, নির্যাতন হয়েছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী আমার পরিবার

তিনি  বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। সংস্কার কমিশনের আপনারা নিজেদেরমতো যে সংস্কারগুলো চান কেন তা জাতিকে মেনে নিতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি।।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন