দেশজুড়ে

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) ভোরে উপজেলার গয়েশপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত জুয়েল রানা যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় তৈরি আরজি ফোরটিন মডেলের রিভলভার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশী করে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন