হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনী অভিযান
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের গুলশান আরা মাসুদা নামে পরিচিত ১২তলা ওই ভবনটিতে এ অভিযান শুরু হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, বাড়ির একটি গোপন কক্ষে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িসহ বেশকিছু বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
ওসি মো. মোস্তফা কামাল খান জানান, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়েছি।
এমএ//