তপ্ত দিনের শেষে শান্ত বৃষ্টির বার্তা

একটানা দহনঝরা দিনের পর অবশেষে আকাশে জমছে শীতল মেঘের ছায়া। মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহে পুড়ে যাওয়া দেশের বেশিরভাগ জেলা কিছুটা স্বস্তির অপেক্ষায়। আজ তাপমাত্রা কিছুটা কমলেও ২৫টি জেলার ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আশার খবর আগামীকাল (১৩ জুন) থেকে তা আরও প্রশমিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ জুন) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, সামনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা এবং ধীরে ধীরে কমে আসবে দিনের উত্তাপ।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমানে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
শুক্রবার (১৩ জুন) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
শনিবার (১৪ জুন) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় একই রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রোববার (১৫ জুন) দেশজুড়ে বর্ষণের প্রবণতা আরও বাড়বে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় এবং রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (১৬ জুন) এই ধারা অব্যাহত থাকবে। অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস বলছে, সামনের পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং সারাদেশে তাপমাত্রা কমতে থাকবে।
এসি//