গল টেস্ট
গলে উইকেট প্রাপ্তিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ
'মধ্যাহ্ন বিরতিতে দুই দল। শ্রীলঙ্কা পিছিয়ে মাত্র ৩০ রানে।'
গল টেস্টে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দারুণ জবাব দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। শুক্রবার (২০ জুন) টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ এদিন মধ্যাহ্ন বিরতির আগে ২ উইকেট তুলে নিতে সক্ষম হয়। আর শ্রীলঙ্কা এরমধ্যে তুলেছে ৯৭ রান।
লঙ্কানদার দলীয় সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৬৫ রান। বাংলাদেশের চেয়ে কেবল ৩০ রান পিছিয়ে আছে তারা। হাতে এখনো ৪ উইকেট থাকায় ভালো অবস্থানে স্বাগতিকরা আছে তা বলাই যায়।
চতুর্থ দিনে দলীয় ৩৭৭ রানে ধনঞ্জয়া ডি সিলভার উইকেট হারায় শ্রীলঙ্কা। তার উইকেটটি নেয় নাঈম হাসান। এই ব্যাটার ফিরেছেন ১৯ রানে। দলের রান যখন ৩৮৬ তখন হাসান মাহমুদের শিকার হয়েছেন কুশল মেন্ডিস। ব্যক্তিগত ৫ রানে মেন্ডিসকে লিটন দাসের গ্লাভসবন্দি করেছেন হাসান।
এরপর চেষ্টাতেও মেলেনি প্রাপ্তি। কামিন্দু মেন্ডিস ফিফটি তুলেছেন, সঙ্গে ক্রিজে আছেন মিলান রাথানায়েকে। এই দুই ব্যাটারের জুটি ৭৯* রানের। কামিন্দু ৮৩ রানে এবং মিলান ৩৮ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার লিড দেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই জুটি আরও বড় হলে পিছিয়ে থাকা ৩০ রান পেরোতে সময় লাগবে না। তাই বাংলাদেশের জন্য সামনের পথ কতটা মসৃণ হয়, সেটাই দেখার বিষয়। আজকের দুই সেশন, আগামীকালের তিন সেশন মিলিয়ে আর ৫ সেশন বাকি রয়েছে গল টেস্টের।
এমএইচ//