বাংলাদেশ

গোয়েন্দা হেফাজতে সাবেক অতিরিক্ত আইজিপি

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে গোয়েন্দা পুলিশ, ডিবি হেফাজতে নেয়া হয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য  জানিয়েছেন। তবে সাবেক এই অ্যাডিশনাল আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চত করেনি পুলিশ।

ইকবাল বাহার পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। একসময় তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। এই দায়িত্ব পালন কালে ২০১৯ সালে তিনি স্বাভাবিক অবসরে যান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন