পুলিশের লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা, দুর্ভোগে জনসাধারণ
রাজধানীর নতুন বাজার এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। এসময় তারা সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলেও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
শনিবার (২১ জুন) সকাল থেকে তারা নতুন বাজার থেকে গুলশান ও বনশ্রীকে সংযুক্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী ও সাধারণ পথচারীরা বাধ্য হয়ে পথচলা করছেন, অনেকেই গরমে কষ্টে পড়ছেন।

শিক্ষার্থীরা দাবি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।
পুলিশ চেষ্টা করেছে শিক্ষার্থীদের সরিয়ে দিতে। কিছু শিক্ষার্থীকে রাস্তা থেকে সরানো হলেও তারা পুনরায় ফিরে এসে সড়ক অবরোধ করেন।
এমএ//