যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করছে: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক নিন্দা ও জবাবদিহিতা থেকে রক্ষা করছে। তিনি মনে করেন, এটা “অমার্জনীয় আন্তর্জাতিক লঙ্ঘন”।
জেনেভায় অনুষ্ঠিত বহু পাক্ষিক কূটনৈতিক আলোচনার প্রাক্কালে বিবৃতিতে আরাঘচি বলেন, “যুক্তরাষ্ট্রের এই অবস্থান আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। তারা ইসরায়েলের ঢাল হিসেবে কাজ করছে”।
তিনি বলেন, “একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর আক্রমণ করে, তাকে কেউ থামায় না,এমন পরিস্থিতিতে পারমাণবিক আলোচনায় অংশ নিবে না ইরান।
গেল কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ইরানি সামরিক স্থাপনায় বিমান হামলা করছে।জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করছে। এসব কারনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা সৃস্টি হয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি অভিযোগ করেছেন, “যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাস করতে দিচ্ছে না।যার কারনে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে আবারও পারমাণবিক আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।