আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের দাবীতে স্পেনে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার(২০ জুন) হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। গাজা সংকটের ২০ মাস পূর্তি উপলক্ষ্যে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্যালেস্টাইনি পতাকা নিয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, প্যালেস্টাইনিদের সংগ্রামের পাশে থাকোএমন বার্তা লেখা ব্যানার বহন করেন। অনেকেই ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্রহিসেবে উল্লেখ করেন।

বিক্ষোভকারীদের একজন জানান, ফিলিস্তিনিরা কী ধরনের অন্যায়ের শিকার তা বিশ্ববাসীকে জানাতে তারা সেখানে জড়ো হয়েছেন। সেখানে প্রতিদিন হত্যা করা হচ্ছে, অথচ কেউ কিছু বলছে না। না রাজারা, না শাসকেরা, না পশ্চিমাদের নেতারা।

স্পেনের উদারপন্থী রাজনৈতিক দল পোডেমোস-এর নেত্রী ইরিনে মনতেরো সেখানে বক্তব্য দেন। তিনি বলেন, স্পেন সরকার এখনো ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য করছে। স্পেনে দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দিচ্ছে।তিনি ইসরাইলীদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। হেগের আদালতও তাই বলেছে।

তিনি আরও বলেন, এই গণহত্যা বন্ধ করার একমাত্র উপায় হলো রাস্তায় নামা। যেন আমাদের রাজনীতিকদের বাধা দেওয়া। যারা ন্যাটো ও ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে।ইরান সংঘাতে গাজা সংকট ঢাকা পড়ছে?

এসময় বিক্ষোভকারীরা জানান, ইরান ও ইসরায়েলের উত্তেজনা গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি থেকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ সরিয়ে নিচ্ছে। ইরান যুদ্ধ অনেক কিছু ঢেকে দিচ্ছে। গাজায় যা হচ্ছে, তা ভুলে যাওয়া যাবে না। চুপ থাকলে তারাও এ অপরাধের অংশীদার হয়ে যাবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া সংঘাতে গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন