খেলাধুলা

আলোচনা আলোচনার জায়গায় থাক: শান্ত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে অধিনায়কের দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। এমন আলোচনার জন্ম হয়েছে সম্প্রতি। লঙ্কান সফরে আসার আগে শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সাদা বলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শান্ত অবশ্য এক ড্রেসিংরুমে তিন অধিনায়কের বিষয়টি খুব একটা পছন্দ করেন না। তাই সবমিলিয়ে আলোচনা উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত।

সোমবার (২৩ জুন) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শান্ত। সেখানে অধিনায়কত্ব ছাড়া না ছাড়ার বিষয়ে মতামত দিয়েছেন তিনি।

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার আলোচনা নিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। এ নিয়ে কথা বলতে চাই না। একজন অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে আমি এখন টেস্ট ম্যাচটাই ভালোভাবে শেষ করতে চাই। আলোচনা আলোচনার জায়গায় থাক।

শ্রীলঙ্কা সিরিজের মধ্যে অধিনায়কত্ব বিষয়ক আলোচনা অবশ্য পছন্দ করছেন না শান্ত। তিনি বলেন, এ রকম সময়ে এ ধরনের আলোচনা হওয়াই উচিত নয়। এসব আলোচনা ৭-৮ দিন আগে থেকে বা তারও আগে থেকে না হওয়া ভালো। এসব যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো। আশা করব পেশাদার ক্রিকেটার হিসেবে সবাই চেষ্টা করবে মাঠে কীভাবে অবদান রাখতে পারে।

কলম্বোতে আগামী ২৫ জুন (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন