জাতীয়

প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে : প্রধান উপদেষ্টা

বিশ্বজুড়ে পরিবেশের ওপর প্লাস্টিকের ভয়াবহ প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্লাস্টিক আজ এমন এক ভয়াল অস্তিত্বে পরিণত হয়েছে, যার সঙ্গে মানুষের সহাবস্থান অসম্ভব হয়ে উঠছে—একসঙ্গে মানুষ ও প্লাস্টিক টিকে থাকতে পারবে না।

বুধবার (২৫ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এবং ‘পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, সঠিকভাবে প্লাস্টিক ব্যবস্থাপনা না করায় প্রকৃতি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বই ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, আধুনিক সভ্যতা প্রকৃতির বিপরীতে চলছে। যুদ্ধ-বিগ্রহ ও উদাসীনতা পরিবেশ সংকটকে আরও ঘনীভূত করছে। তবে সরকার কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে, যা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বনাঞ্চলে আবার ফিরে আসবে বন্যপ্রাণ, পুনর্জন্ম নেবে জীববৈচিত্র্য।

তরুণ সমাজের প্রতি আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, নতুন প্রজন্ম তাদের শক্তি ও সৃজনশীলতার মাধ্যমে দূষণমুক্ত ভবিষ্যৎ নির্মাণে বড় ভূমিকা রাখতে পারে। গত জুলাই মাসেই তরুণদের সক্রিয়তায় সে ইঙ্গিত পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তন রোধে তাদের এগিয়ে আসতে হবে—কারণ তারাই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং দেখাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন