দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি, ৩৮ জনের মৃত্যু
পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি। বুধবার মোট ১২৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। বুধবার (২৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে পৌঁছেছেন ৫০ হাজার ৩৬ জন হাজি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২১ হাজার ৮১ জন, সৌদি এয়ারলাইনসে ২০ হাজার ৫১৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মোট ৩৮ জন হাজি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় ২৫ জন এবং মদিনায় ১১ জন এবং জেদ্দা ও আরাফায় একজন করে মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।
এর আগে গেল ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হাজিদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান।
১০ জুন থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এমএ//