বিনোদন

সংসারজীবনের ইতি টানলেন কণা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটালেন। বুধবার (২৫ জুন) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পোস্টে কণা জানান, তার ও স্বামী গোলাম মো. ইফতেখার গহিনের মধ্যে ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে। কণা লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি কোনও বিচ্ছেদও তারই ইশারায় ঘটে। ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং ইফতেখার গহিন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি কঠিন সিদ্ধান্ত ছিল’। 

পোস্টে কণা আরও উল্লেখ করেন, আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে আমরা যেন সম্মান ও শান্তির সঙ্গে এগিয়ে যেতে পারি এই প্রার্থনাই থাকুক আপনাদের কাছে।

তবে কণার এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইফতেখার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিন্ন বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদগুলোকে ‘মিথ্যা ও কুচক্রী মহলের অপপ্রচার’ বলে অভিহিত করেন।

ইফতেখার লেখেন, কণাকে নিয়ে যা ছড়ানো হচ্ছে, তা কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা সমাধানের চেষ্টা করছি। কোনও বিচ্ছেদ হয়নি। যদি আলাদা হতেও হয় তার পেছনে থাকবে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব, কোনও পরকীয়া বা গুজব নয়।

তবে ওই পোস্ট কিছু সময় পর ইফতেখার সরিয়ে ফেলেন।  এরপর থেকে বিচ্ছেদ বিষয়ে তার আর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেছিলেন কণা ও ইফতেখার।  তাদের বিয়েটা ঘরোয়া পরিবেশে, কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই হয়েছিল। বর্তমানে কণা তার সংগীতজীবনে মনোযোগ দিতে চান বলেও জানান। বিচ্ছেদের কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন