আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতির দুই দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীনে দুই দিনের সফরে গেছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। 

বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, তার এই সফরের উদ্দেশ্য হল সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করা এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা। এমন এক সময়ে এই সফর হচ্ছে যখন ইরানের সামরিক কার্যক্রম এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে দেশটির মধ্যে নানা প্রশ্ন উঠছে।

ইসরাইলি আক্রমণের প্রথম ঘণ্টাতেই ইরান কীভাবে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে।  

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন