খেলাধুলা

কলম্বো টেস্ট

সকালের সেশন বাংলাদেশের, চার লঙ্কানের বিদায়

কলম্বো টেস্টে আজ মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয়েছে ২৫ ওভার। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে যোগ করেছে ১১১ রান। সবমিলিয়ে ১০৩ ওভারে ৪০১ রান নিয়ে ৬ উইকেট হারিয়েছে লঙ্কানরা। এতে লিড দাঁড়িয়েছে ১৫৪ রানের।

পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি পেয়েছিলেন আগের দিন। আজ সকালে ব্যাট করত নেমে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র ১২ রান যোগ করতে পেরেছেন। তাইজুল ইসলামের ডেলিভারিতে ১৫৮ রান করে বিদায় নেন।

এরপর ধনঞ্জয়া ডি সিলভাকেও বিদায় করেন তাইজুল। প্রবাথ জয়াসুরিয়ার উইকেটটা পেয়েছেন নাহিদ রানা। সিরিজজুড়ে তার প্রথম উইকেট এটি। প্রবাথ বিদায় নেন ১০ রান করে।

বিরতির আগে কামিন্সু মেন্ডিসও সাজঘরে ফেরেন। তার ৪১ বলে ৩৩ রানের ইনিংসটি শেষ হয় নাঈম হাসানের ডেলভারিতে।

ক্রিজে অপরাজিত আছেন কুশল মেন্ডিস ৪২ রানে এবং সোনাল দিনুশা ৮ রানে।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন