জাতীয়

যান্ত্রিক ত্রুটি, মাঝপথ থেকে ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরলো বিমান

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পর ইঞ্জিনের সঙ্গে পাখির আঘাতের (বার্ড হিট) ঘটনা ঘটে। ফলে মাঝ আকাশ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে ১৫৪ যাত্রী নিয়ে ফেরত এসেছে বিমানটি।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানান, আজ শুক্রবার সকাল ৮টা ২৬ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে ফ্লাইটটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় মাঝ আকাশ থেকে পাইলট ফ্লাইটটিকে আবার শাহজালাল বিমানবন্দরেই নিরাপদে অবতরণ করান।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪ নম্বর বে-তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেটির মেরামতের চেষ্টা চলছে। যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন