মালয়েশিয়ায় আইএস সন্দেহে ৩৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতরা কথিত ইসলামিক স্টেট (আইএস) সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো।
প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে পরিচালিত তিন দফা অভিযানে গত ২৪ এপ্রিল থেকে এই অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও হয়েছে, যা শাহ আলম ও জোহর বাহরুর আদালতে বিচারাধীন। এছাড়া ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়া কখনো কোনো উগ্রবাদী সংগঠন বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন এবং জানান, চরমপন্থা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, কেউ মালয়েশিয়াকে উগ্রপন্থি কার্যকলাপের ঘাঁটি বা অস্থায়ী ঘর হিসেবে ব্যবহার করতে চাইলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//