যে অর্জনে মেসি-রোনালদোর আগে হলান্ডের নাম
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবল তারকাদের ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্লিং হলান্ড। নরওয়ে ও ম্যানচেস্টার সিটির এই ফুটবলার গত রাতে জুভেন্টাস-সিটি ম্যাচে একটি গোল করেন।
ম্যানসিটি ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে। আর হলান্ডের ঝুলিতে জমে ৩০০ টি গোল। জাতীয় দল ও তার ক্লাব ক্যারিয়ার মিলিয়ে এই অর্জন নিজের করে নিয়েছেন তিনি।
এই ৩০০ টি গোল করতে ৩৭০ ম্যাচ খেলেছেন হলান্ড। যেখানে অন্য তারকাদের পেছনে ফেলেছেন তিনি। রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির ৪১৮ ম্যাচ ও এমবাপ্পের ৪০৯ ম্যাচ।
ম্যানসিটির হয়ে গত রাতের গোলটি হলান্ডের ১২৩তম গোল। সিটির হয়ে তিনি খেলেছেন ১৪৫ টি ম্যাচ। বাকি গোলগুলো করেছেন মলদে, সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং জাতীয় দল নরওয়ের হয়ে।
ক্লাব ফুটবলে ২৫৮ টি এবং জাতীয় দলের হয়ে ৪২ টি গোল করেছেন এই স্ট্রাইকার।
এমএইচ//