খেলাধুলা

বাংলাদেশের ৬ উইকেট নেই, পিছিয়ে ৯৬ রানে

ছবি: এএফপি

কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষ। স্বাগতিক শ্রীলঙ্কা এই দিনটা নিজেদের করে নিয়েছে। ৪৫৮ রানে অলআউট হওয়ার পর, বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছে তারা। যেখানে সংগ্রহ ১১৫ রান। লঙ্কানদের ২১১ রানের লিড থেকে এখনো ৯৬ রান পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৮.৪ ওভার ব্যাট করেছে। কিন্তু কোনো ব্যাটারই সেভাবে থিতু হতে পারেননি। মুশফিকুর রহিম সর্বোচ্চ ২৬ রান করে আউট হয়েছেন।

দিনের শেষ বলে লেগ বিফোরের শিকার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। থারিন্দু রত্নায়েকের ডেলিভারিতে অন ফিল্ড আম্পায়ার আঙ্গুল তোলেননি। কিন্তু রিভিউ নিলে ঠিকই দেখা যায় আউট হয়েছেন মিরাজ। তার ব্যাটে আসে ১১ রান।

এর আগে সাদমান ইসলাম ও এনামুল হকের জুটি ৩১ রান পর্যন্ত স্থায়ী ছিল। শর্ট বলে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে ১৯ রানে ফিরেছেন এনামুল। এরপর সাদমান ফিরেছেন ১২ রান করে।

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত যথাক্রমে ১৯ ও ১৫ রানে ফিরে যান। লঙ্কানদের স্পিন সামলাতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের।

প্রবাথ জয়াসুরিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা দুজনেই নিয়েছেন ২ টি করে উইকেট।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন