ফিফা ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলোতে কে কার মুখোমুখি
যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। গ্রুপ পর্বে ব্রাজিলের ক্লাবদের জয়জয়কার অবস্থা। দেশটির চার ক্লাব পালমেইরাস ও ফ্লামেঙ্গো গ্রুপ সেরা হয়ে এবং ফ্লুমিনেন্স ও বোটাফোগো গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোলোতে উঠেছে।
শেষ ষোলোর ফিক্সচার এরমধ্যে হয়ে গেছে। যেখানে দলগুলো পেয়ে গেছে তাদের প্রতিপক্ষ।
আসুন দেখে নিই কোন দল কোন গ্রুপে রয়েছে:
গ্রুপ ‘এ’: পালমেইরাস, ইন্টার মায়ামি।
গ্রুপ ‘বি’: পিএসজি, বোটাফোগো।
গ্রুপ ‘সি’: বেনফিকা, বায়ার্ন।
গ্রুড ‘ডি’: ফ্লামেঙ্গো, চেলসি।
গ্রুপ ‘ই’: ইন্টার মিলান, মন্টেরি।
গ্রুপ ‘এফ’: ডর্টমুন্ড, ফ্লুমিন্সে।
গ্রুপ ‘জি’: ম্যানসিটি, জুভেন্টাস।
গ্রুপ ‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল।
কে, কবে, কখন, কোন দলের মুখোমুখি:
২৮ জুন: পালমেইরাস বনাম বোটাফোগো (রাত ১০টা), বেনফিকা বনাম চেলসি (রাত ২টা)
২৯ জুন: পিএসজি বনাম ইন্টার মায়ামি (রাত ১০টা), ফ্লামেঙ্গো বনাম বায়ার্ন (রাত ২টা)
৩০ জুন: ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স (রাত ১টা)
১ জুলাই: ম্যানসিটি বনাম আল হিলাল (সকাল ৭টা)
১ জুলাই: রিয়াল বনাম জুভেন্টাস (রাত ১টা)
২ জুলাই: ডর্টমুন্ড বনাম মন্টেরি (সকাল ৭টা)
এমএইচ//