ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধি বাড়ালেই হামলা: ট্রাম্প
ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তবে দেশটির ওপর পুনরায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘অবশ্যই। এটি প্রশ্নাতীত।‘ তিনি আরও জানান, ইরানের পরমাণু সক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না।
এর আগে গেল ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ট্রাম্পের সরাসরি নির্দেশনায় পরিচালিত ওই অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র। হামলার লক্ষ্য ছিল ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলো। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই স্থাপনাগুলো হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এই ঘটনার আগে,গেল ১৩ জুন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর টানা ১২ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘাত এতটাই তীব্র রূপ নেয় যে, ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’ বলেও মন্তব্য করেন ট্রাম্প ওই সংবাদ সম্মেলনে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্প বলেন, এই সংঘাত থামানোর জন্য সেটিই ছিল সবচেয়ে উপযুক্ত সময়।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা অনেক দেশ।
তাদের অভিযোগ, শান্তিপূর্ণ গবেষণার আড়ালে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও ইরান এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে এবং দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
এসকে//