ব্রাজিলের ক্লাবকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন
ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ আটকে জার্মান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পিএসজি। যারা একই দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
বায়ার্ন দুই গোলের ব্যবধানে জিতলেও ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে বায়ার্নের চেয়ে এগিয়েই ছিল ফ্ল্যামেঙ্গো। ৫১ শতাংশ বলের দখল রেখে ফ্ল্যামেঙ্গো ১২ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে। বিপরীতে ৪৯ শতাংশ বলের দখল রাখা বায়ার্ন ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি।
বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর একটি করে গোল এরিক পুলগার এবং লিওন গোরেৎজকার। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল শোধ করেছেন গেরসন ও জর্জিনিও।বায়ার্ন-পিএসজি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শনিবার রাত ১০টায়।