দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

খুলনার এলপি গ্যাস ভর্তি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৩০ জুন) সকালে হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন-টিটু (২৬),চালক কবির (৪৭),হাসিব (২৩),নগেন্দ্রনাথ (৭৫)। গণমাধ্যমকে বিষয়টি হরিণটানা থানার ওসি খায়রুল বাশার নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ওই কিশোর রায়হান নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের খুমেকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবুও মারা যান।

ওসি খায়রুল জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।তবে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন