আন্তর্জাতিক

পাকিস্তানকে ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করলো চীন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (২৯ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, চীনের এই সহায়তা এবং সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ মিলিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তিনি আশাবাদ জানান, এই অর্থ রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত শর্ত পূরণে সহায়ক হবে।

ওই কর্মকর্তা আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকেও পাকিস্তান ১০০ কোটি ডলার পেয়েছে। বহুপাক্ষিক সহায়তা সংস্থাগুলো থেকে আরো ৫০ কোটি ডলারের অর্থ সহায়তা নিশ্চিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন