যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের ওহিওতে ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চার সদস্য ছিলেন। উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটি।স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে।
সেসনা-৪৪১ মডেলের বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পর ওহিওর আঞ্চলিক বিমানবন্দরের কাছাকাছি ভেঙে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এ ঘটনায় বিমানে থাকা সকলেই প্রাণ হারান।
নিহতদের মধ্যে ছিলেন ৬৮ বছর বয়সী ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সী জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সী জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সী মারিয়া ওয়েলার। এই চারজন একই পরিবারের সদস্য।
বিমানটি চালাচ্ছিলেন ৬৩ বছর বয়সী পাইলট জোসেফ ম্যাক্সিন এবং ৫৫ বছর বয়সী কো-পাইলট টিমোথি ব্লেক। তারাও ঘটনাস্থলেই মারা যান।
জেটস এফবিও নেটওয়ার্কের প্রেসিডেন্ট মাইকেল হিলম্যান জানিয়েছেন, ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা যায় বিমানটির গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বোজেম্যান শহর।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত করবে। তদন্তের নেতৃত্ব দেবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
এমএ//