আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক : মার্কিন মুখপাত্র

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধের দাবি অস্বীকার করে তিনি বলেন, এটি একটি 'পুনর্বিন্যাস' মাত্র। 

ব্রুস ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে। তবে কীভাবে সে প্রতিশ্রুতি রক্ষা করা হবে, তা নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে।’ 

তিনি আরও জানান, আর্থিক, মানসিক এবং প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক। ভবিষ্যতের সহায়তা হবে ‘আরও নির্দিষ্ট ও কৌশলগতভাবে সংগতিপূর্ণ।’

মার্কিন মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের ইউরোপীয় মিত্র ও বন্ধুদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছি।  কারণ আমাদেরকে বিশ্বব্যাপী বহু ফ্রন্টে একসঙ্গে মোকাবিলা করতে হয়।’ 

মার্কিন সংবাদ মাধ্যমের মতে, যুক্তরাষ্ট্র জুনের শুরুতে ঘোষণা দেয় যে, জুলাই ২ তারিখ থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখনো সামরিক সহায়তা সংক্রান্ত সব বিষয়ে সমন্বয় চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন