যুক্তরাষ্ট্রকে সরকার জানিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে : পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছেন এবং কথায় কথায় উঠে এসেছে যে যথা শিগগির সম্ভব নির্বাচন করা হোক।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন প্রসঙ্গে তারা (যুক্তরাষ্ট্র) জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে যে সংস্কার কার্যক্রম চলছে, সেটির বিষয়েও যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তখন তাদের জানানো হয়েছে যে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।’
যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে তিনি বলেন, ‘আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।’
মো. তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনারের কার্যালয়ের ঢাকা মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনও পরিবর্তন না হলে দুপক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দুপক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না।
মালয়শিয়ায় ৩৬ বাংলাদেশি আটকের বিষয়ে তিনি আরও বলেন, আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছু দিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবে। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। বিষয়টি এখনও ফ্লুইড আছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।’
আই/এ