বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রামে সড়ক দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (০৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মনসুর আলী (৪০)।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//