বদলে যাচ্ছে মাধ্যমিক শিক্ষা, নতুন কারিকুলামে যা থাকছে
মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে শুরু হতে যাচ্ছে একটি নতুন ও পরিমার্জিত শিক্ষাক্রম। ধাপে ধাপে এই পাঠ্যক্রম দশম ও দ্বাদশ শ্রেণিতেও চালু করা হবে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নতুন কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংস্লিস্ট সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নতুন কারিকুলামের একটি খসড়া কাঠামো তৈরি করা হবে। বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনের প্রভাব এ পাঠ্যক্রমে দৃশ্যমান থাকবে। যদিও এখনো চূড়ান্ত হয়নি নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে ২০১২ সালের সংস্করণ রাখা হবে, নাকি ২০২২ সালের সংস্করণকে ধরে এগোনো হবে।
এর আগে আওয়ামী লীগ সরকার ২০২২ সালের পাঠ্যক্রম বাস্তবায়ন শুরু করেছিল ২০২৩ সাল থেকে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তা চালু হলেও, ২০২৫-এ দশম এবং ২০২৭-এ দ্বাদশ শ্রেণিতে চালু হওয়ার কথা ছিল। তবে, সরকার পতনের পর ২০২৫ সাল থেকে অন্তর্বর্তী সরকার পুরোনো ২০১২ সালের পাঠ্যক্রমে ফিরে যায়।
এখনকার অন্তর্বর্তী সরকার চাইছে নতুন করে পরিকল্পনা সাজাতে। ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে এই নতুন পাঠ্যক্রম শুরু করে, প্রতি বছর এক শ্রেণি করে তা উপরের স্তরে বাস্তবায়ন করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, দেশপ্রেম, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো মৌলিক বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। তবে শিক্ষার পদ্ধতি ও উপস্থাপনায় আসবে আধুনিকতার ছোঁয়া। ২০২৪ সালের ‘জুলাই আন্দোলনের’ চেতনাও নতুন কারিকুলামে গুরুত্বপূর্ণভাবে প্রতিফলিত হবে।
অন্যদিকে, গেল ৪ জুন শিক্ষাবিষয়ক এক সভায় সরকারের উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন, ২০২৭ সালের জন্য প্রস্তুত হওয়া এই কারিকুলামে প্রযুক্তি, অন্তর্ভুক্তি ও মানসম্মত শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি জানান, তারা এমন একটি শিক্ষাব্যবস্থা চাচ্ছেন যেখানে মুক্ত চিন্তা এবং জাতীয় ঐক্যমতের প্রতিফলন থাকবে।
এমএ//