মৌসুমি বায়ুর তাণ্ডবে সাগর উত্তাল , ৪ বন্দরে জারি সতর্কবার্তা
ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (০৬ জুলাই) সকালে এক বিশেষ সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া ও উত্তাল সাগরের সৃষ্টি করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে আগামী কিছুদিন দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে সাগর উত্তাল হওয়ার কারণে দেশের ৪টি সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ১ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। এই অঞ্চলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
উল্লেখ্য,উত্তাল সাগর ও ঝড়ো হাওয়ার কারণে ওই অঞ্চলের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
এসকে//