কর্মক্ষম জনগোষ্ঠী দুই-তৃতীয়াংশ
বাংলাদেশে জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ : ইউএনএফপিএ
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, বর্তমানে (২০২৫) সালে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কর্মক্ষম। এটি দেশের জন্য বড় এক সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে।
আজ সোমবার ( ৭ জুলাই ) গুলশানে জাতিসংঘ ভবনে ইউএনএফপিএ’র ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, বিশ্বে বর্তমানে ৮২০ কোটি মানুষ রয়েছে।
ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, বাংলাদেশের অর্ধেক মানুষ নারী। ১১ কোটি ১৫ লাখ অর্থাৎ ১১৫ মিলিয়ন মানুষ কর্মক্ষম। তবে ৭ শতাংশ প্রায় এক কোটি ২০ লাখ মানুষ ৬৫ বছরের বেশি বয়সী।
তিনি আরও বলেন, দেশের ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৫ কোটির মতো,। এই হার মোট জনসংখ্যার ২৮ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার সবচেয়ে কম শূণ্য দমশিক আট শতাংশ। সবচেয়ে বেশি প্রজন হার আফ্রিকার নাইজারে পাঁচ দশমিক আট শতাংশ। বাংলাদেশের মোট প্রজনন হার দুই দশমিক এক শতাংশ। এইট মধ্যম পর্যায়ে।
অনুষ্ঠানে ইউএনএফপিএ কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আই/এ