টানা চতুর্থবারের মতো জনসংখ্যা কমেছে চীনে
২০২৫ সালেও চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা চার বছর দেশটিতে জন্মহার রেকর্ড মাত্রায় কমে গেল। এ প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন।
চীনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা কমেছে ৩৩ লাখ ৯০ হাজার। এ বছর মাত্র ৭৯ লাখ ২০ হাজার শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। একই সঙ্গে আগের বছরের তুলনায় মৃত্যুর হারও বেড়েছে। যা জনসংখ্যা হ্রাসের গতি আরও বাড়িয়েছে।
বর্তমানে চীনের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি ৫০ লাখে। কম জন্মহার, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম মানুষের ঘাটতি—সব মিলিয়ে দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসএইচ//