এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) তেল আবিবের হাবিমা স্কয়ারসহ দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ ফিরিয়ে আনা। প্রতিবাদের অংশ হিসাবে নিহত জিম্মি রান গভিলির নিজ শহর মেইতারে সমাবেশ হয়।
সেখানে রানের বাবা-মা অভিযোগ করেন, জিম্মি মুক্তির প্রথম ধাপ সফল হওয়ার আগেই গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’ গঠন ও দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে তাড়াহুড়ো করছে ট্রাম্প প্রশাসন।
এসএইচ//