নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়ান (৩.৬)। সোমবার (০৭ জুলাই) জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দক্ষিণ জয়পুরা এলাকার জামান মোল্লা ও আঁখি আক্তারের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১২টার দিকে আয়ান খেলতে বের হয়েছিল। কিন্তু দুপুর দেড়'টার দিকে সেপটিক ট্যাংকের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান তাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন সেপটিক ট্যাংকটি খোলা ছিল। তাই এমনটি হয়েছে। যা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের অবহেলার কারণে হয়েছে বলে অভিযোগ করে জানান স্থানীয়রা।
আয়ানের বাবা জামান মিয়া জানান, তার ছেলে সকালে খেলতে গিয়েছিল। কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেলে স্থানীয়রা জানান সে সেপটিক ট্যাংকে পড়ে গেছে। এরপর ওখানে গিয়ে আয়ানকে দেখতে পাই।
শিশুর মামা রউফ বলেন, অরক্ষিত ট্যাংকের কারণে তার আয়ান আর নেই। তার ছেলের ছোট্ট জীবন চলে গেল। তারা বিদ্যালয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন।
জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, সেপটিক ট্যাংকটির নির্মাণ কাজ চলমান ছিল। বৃষ্টির পানি জমে থাকার কারণে দুর্ঘটনা ঘটে। তবে তিনি বলেন, শিশুদের নিরাপত্তার জন্য ভবিষ্যতে ট্যাংকটি আরও নিরাপদ করা হবে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান 'আল জোবায়ের কনস্ট্রাকশন' এর মালিক বাদল হোসাইনকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসকে//