দখলবাজ-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: রিজভী
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন। আমাদের দলের নীতিনিষ্ঠ কর্মীরা সব সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মূল্যবান আদর্শ হিসেবে ধরে রেখেই রাজনীতি করেন। সমাজবিরোধী কোনো ব্যক্তি, দখলবাজ, চাঁদাবাজদের স্থান এই দল বরদাশত করে না।‘
মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি জানান, দলের নাম ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তাৎক্ষণিকভাবেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একাধিক নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি প্রদান ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে গণমাধ্যমে তেমন কিছু না এলেও, দল নির্বিচারে ব্যবস্থা নিয়েছে।
রিজভীর অভিযোগ, প্রশাসন এসব অপরাধীর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক সময় তাদের কার্যকলাপে রহস্যজনক নিস্ক্রিয়তা দেখা যায়।
তিনি বলেন, ‘মব কালচার ও নানা ধরনের সামাজিক অপরাধ এখন ভয়াবহ রূপ নিচ্ছে। কালো টাকা, গোপন তৎপরতা এবং প্রযুক্তি ব্যবহার করে একটি মহল সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নামে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, এই অস্থিরতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি সুগভীর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘যদি প্রশাসন এভাবে নিষ্ক্রিয় থাকে, তাহলে সমাজে শৃঙ্খলা আর নাগরিক আচরণ বিলুপ্ত হয়ে যাবে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ, একটি শান্তিপূর্ণ সমাজ ও কার্যকর গণতন্ত্রের জন্য দক্ষ প্রশাসন অপরিহার্য।’
তিনি আরও বলেন, সরকারদলীয় প্রভাবশালী গোষ্ঠী এবং কালো টাকার কারবারিদের ছত্রছায়ায় যারা অপকর্মে লিপ্ত, তারা আসলে রাষ্ট্রীয় শৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
‘এভাবে চলতে থাকলে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা হুমকির মুখে পড়বে,’—বলে জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
এমএ//