ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, আরও কয়েকদিন থাকতে পারে বৃষ্টির ধারা
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত।
আজ বুধবার (০৯ জুলাই) আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা বিভাগে কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও তুলনামূলক বেশি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়াবিদরা জানান, পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। রাজস্থান থেকে শুরু হয়ে এই মৌসুমি বায়ুর অক্ষ মধ্যপ্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। ফলে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা বেশ জোরালো অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে বৃষ্টিপাতের ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া বিভাগ।
এমএ//