ক্লাব বিশ্বকাপে ব্যর্থ! কিন্তু এমএলএসে গোলমেশিন মেসি
মেজর লিগ সকারে থামছে না লিওনেল মেসির গোল। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার।
গেলো মে মাসে ২৯ তারিখ মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে শুরু হয় মেসির জোড়া গোলের এই যাত্রা। এরপর কলম্বাসের বিপক্ষে দুটি গোল করেন লিও।
এই ম্যাচের পর ইন্টার মায়ামি অংশ নেয় ক্লাব বিশ্বকাপে। সেখানে অবশ্য চার ম্যাচে মেসি করেন কেবল একটি গোল।
বৈশ্বিক টুর্নামেন্টি থেকে বিদায়ের পর এমএলএসে আবারও মন্ট্রিয়লের মুখোমুখি হয় মায়ামি। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি।
এরপর আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো ইন্টার মায়ামি। এই ম্যাচেও দুটি গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার দুই গোলেই ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।