খেলাধুলা

৯-১ গোলে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার জালে আরও ৬ গোল জড়ায় বাংলাদেশ। হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। একটি করে গোলের দেখা পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

প্রথমে পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় চার দেশকে (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান) নিয়ে শুরু হয়েছে এবারের আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা।

মোট পাঁচবারের আয়োজনে চারবারই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় অনূর্ধ্ব-২০ নারী দল।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন