দেশজুড়ে

তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে কেইপিজেডের আগুন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগা কারখানটি ছিল ফোমের। এই আগুন আশপাশের ভবনেও ছড়ায়। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশনসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন