দেশজুড়ে

বাড়ির গেটের সামনে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বগুড়ায় বাড়ির গেটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সজীব মিয়া (২৫)। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।  বিষয়টি গণমাধ্যমকে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সজীবের বাবা সকালে নামাজ পড়তে বের হলে বাড়ির গেটের সামনে ছেলে সজীবের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশে খবর দেন। 

ওসি জামিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সজীবের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে তদন্ত চলছে। 

ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন