দেশজুড়ে

দাফনের ৩ দিন পর কবর বদল, রাতের রহস্যে আতঙ্ক সিরাজগঞ্জে!

ছবি: বায়ান্ন টিভি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে দাফনের তিনদিন পর এক বৃদ্ধের মরদেহ গোপনে উত্তোলন করে রাতের আঁধারে বাড়ির পাশেই পুনরায় দাফন করার ঘটনা ঘটেছে। এতে পুরো গ্রামে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি জীবদ্দশায় বারবার বাড়ির পাশেই তাকে কবর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

জানা গেছে, গত ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনামুখী গ্রামের কৃষক আব্দুস সাত্তার (৬৭)। পরদিন গ্রামের জান্নাতুল বাকী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তবে ১৩ জুলাই সকালে স্থানীয়রা সাত্তারের বাড়ির পাশে একটি নতুন কবর দেখতে পান, যা নিয়ে গ্রামজুড়ে শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন।

নিহতের ভাতিজা মজনু মিয়া বলেন, “আমার চাচা একা থাকতেন। আমরা তাকে গ্রামের কবরস্থানেই দাফন করেছিলাম। কিন্তু বাড়ির পাশে হঠাৎ নতুন কবর দেখে সন্দেহ হচ্ছে, চাচার লাশই গোপনে এখানে এনে দাফন করা হয়েছে।”

গ্রামের এক বৃদ্ধ প্রত্যক্ষদর্শী জানান, “রাতে কবরস্থান দিক থেকে খোঁড়ার শব্দ শুনে দেখতে যাই। দেখি কয়েকজন পাঞ্জাবি পরা লোক কবর খুঁড়ছেন। আমি কাছে গেলে তারা ধমক দেয়, তাই আর কিছু বলতে পারিনি।”

আব্দুস সাত্তারের এক ঘনিষ্ঠ বন্ধু মাসুদ বলেন, “সাত্তার ভাই জীবিত থাকতেই বলতেন, মারা গেলে যেন তাকে বাড়ির পাশেই কবর দেওয়া হয়। কিন্তু জায়গাটি সরকারি খাসজমি হওয়ায় তখন তা হয়নি। এখন দেখছি, ঠিক সেই জায়গাতেই কেউ দাফন করেছে।”

এ বিষয়ে সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন জানান, “প্রথমে আমরা জানতাম জায়গাটি খাসজমি, তাই সেখানে দাফন হয়নি। তবে এখন যে কবর দেখা যাচ্ছে, ধারণা করা হচ্ছে স্বজনরাই মরদেহ সরিয়ে এনে দাফন করেছেন।”

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগের কবর থেকে মরদেহ তুলে নতুন করে দাফন করা হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন