জাতীয়

জনগণ সরব হলে তারাই মব ভায়োলেন্স বন্ধ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ সরব হলে কিন্ত মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে কিন্তু জনগণই মব ভায়োলেন্স বন্ধ করবে। মব ভায়োলেন্স কোন অবস্থায়ই গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা  শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন ব্যক্তির আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার নেই। কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজ যেই হোক না কেন তাকে ছাড় দেয়ার সুযোগ নেই।

কক্সবাজার জেলা প্রশাসক মো: সালাহ্উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা শেষে দুই উপদেষ্টা, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন