আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাশিয়ার স্পষ্ট বিবৃতি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমা ষড়যন্ত্রের দাতঁভাঙ্গা জবাব দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাশিয়া সম্মতি দিয়েছে। এমন খবর বেশ চাউর করে প্রচার করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। এসব গুজবের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   

এক্সিওসের ওই প্রতিবেদনে কড়া প্রতিবাদ জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রাজনৈতিক মানহানি ও ইরানের পরমাণু কর্মসুচি নিয়ে ধোয়াশা সৃস্টি করতেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বিবৃতি দিয়ে এমন দাবী করেছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়।    

বিবৃতিতে জানানো হয়, ইরানের পরমাণু কর্মসুচির সমস্যা সমাধানে রাশিয়া সবসময় কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে জোর দিচ্ছে। পারস্পারিক গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজতে মস্কো সব পক্ষকে সহায়তা করতে চায়।    

মার্কিন সংবাদমধ্যম এক্সিওস ওই প্রতিবেদন প্রকাশ করে গেলো শনিবার। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের অবস্থানের বিষয়টি, ওই তিন জন কর্মকর্তার মধ্যে দুইজন, ইসরাইলকেও জানিয়েছে। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে পুতিনের এ ব্যাপারে আলোচনা হয়েছে।

রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তেহরানকে সামরিক ও কূটনীতিকভাবে সহায়তা করছে মস্কো।

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন