দেশজুড়ে

বালতির ভেতরে মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছরের এক শিশুর নিথর দেহ পাওয়া গেছে ঘরের ভেতরে রাখা একটি বালতির মধ্যে। শিশুটির নাম হাজেরা খাতুন। স্থানীয়রা ও স্বজনরা অভিযোগ করেছেন,শিশুকে হত্যা করেছেন তার সৎমা। হাজেরা কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। তার বাবার নাম হারুন অর রশীদ।

রোববার (১৩ জুলাই) দুপুর থেকে নিখোঁজ ছিল সে। অবশেষে রাত দশটার দিকে বাড়ির ভেতরেই একটি বালতির মধ্যে তার মরদেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্কুল থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ ছিল হাজেরা। এরপরে আশপাশের লোকজন তার খোঁজ করতে থাকে। তাদের ধারণা স্কুল থেকে ফেরার পর সম্ভবত কোনো এক সময় তাকে হত্যা করে ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়। এরপর ঘরে তালা দিয়ে সৎমা পালিয়ে যান।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম বলেন, “শিশুটির মরদেহ একটি বালতির মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বালিশচাপা বা গলা টিপে হত্যা করা হতে পারে।

 

তিনি আরও বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং কে বা কারা জড়িত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন