অপরাধ

পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের  ঘটনায় মূল অভিযুক্ত মো. আল আমিনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বনানী থানার বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বনানী থানার মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালী টিভি গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে—গ্রেপ্তারকৃত আল আমিন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভাসমান জীবনযাপন করত এবং বিভিন্ন গণপরিবহনে হেলপার হিসেবে কাজ করত।

 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন