চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারা গেছে। আজ বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নগরের টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তোফায়েল আহমেদের (৩২)। তিনি পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে খুলশী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্লাবন মজুমদার নিশ্চিত করেছেন।
তিনি জানান, তোফায়েল তার মোটরসাইকেলটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এ সময় তিনি টাইগারপাস মোড়ে একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই প্লাবন মজুমদার জানিয়েছেন, বর্তমানে নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে।
এসকে//