নিশ্চিত হবে প্রতিবন্ধী শিক্ষার্থীর সমন্বিত শিক্ষা : শিক্ষা উপদেষ্টা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর এবং সমন্বিত শিক্ষাব্যবস্থা গঠনের প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।
গেল মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স এবং ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) এর যৌথ প্রতিনিধি দল ড. আবরারের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি একীভূত এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গঠনের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
প্রতিনিধিদল প্রস্তাব করেছে, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠন করা হোক, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবে। এছাড়া তারা বিভিন্ন সুপারিশও করেছেন।

যার মধ্যে রয়েছে- শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রমের সময়োপযোগী নীতিমালা প্রণয়ন।
প্রতিনিধিদল আরও দাবি করেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা, সহ-সভাপতি ইফতেখার মাহমুদ, বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্সের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর খন্দকার সোহেল রানা, এবং ভিপস-এর নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম। সাক্ষাৎকারে শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে//