দেশজুড়ে

গ্যাস বিস্ফোরণে বোনসহ দুই ভাইয়ের মৃত্যু

পুরান ঢাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গেল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত দেড়টার দিকে সূত্রাপুর থানার কাগজিটোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণে পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দুই ভাই রোকন (১৪) ও তামিম (২২) এবং তাদের দেড় বছরের বোন আয়েশা রয়েছেন।  বিস্ফোরণে আহতরা হলেন- তাদের বাবা রিপন (৪০) এবং মা চাঁদনী (৩৫)। 

বিষয়টি গণমাধ্যমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোকনের শরীরে ৬০% দগ্ধ ছিল এবং সে মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৩টার দিকে মারা যায়। তার আরেক ভাই তামিমের শরীরে ৪২% দগ্ধ ছিল এবং সে আজ বুধবার (১৬ জুলাই) সকালে মারা গেছেন। অন্যদিকে, তাদের বোন আয়েশার শরীরে ৪৫% দগ্ধ ছিল এবং সে সোমবার (১৪ জুলাই) রাতেই মারা যান। 

তিনি আরও জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহতের বাবা রিপন (৪৫%) ও মা চাঁদনী (৬০%) দুজনেই দগ্ধ হয়ে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  বর্তমানে তারা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন