রাজনীতি

খুলনায় এনসিপি নেতারা, সংবাদ সম্মেলনের ডাক

গোপালগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় নেতারা বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।

সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর পাহারায় খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এনসিপির পক্ষ থেকে বলা হয়, সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি করা হয়।

সমাবেশ শেষ করে ফেরার পথে বিকেল তিনটার দিকে এনসিপির গাড়িবহরে আরও একদফা হামলা চালানো হয়। এনসিপি দাবি করেছে, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই এ হামলায় জড়িত। এতে পুরো গোপালগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে।

ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘাতের জেরে শহরজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন