দেশজুড়ে

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫জন।

নিহতদের মধ্যে রয়েছেন- শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) এবং সদর উপজেলার ইমন (২৪)। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস। 

তিনি জানান, আহতদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষে গাড়িবহর শহর ছাড়ার সময় লঞ্চ ঘাটের কাছে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের ওপর হামলা হয়।

এর আগে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে দুপুর ২টার পর শুরু হওয়া সভার আগে বেলা দেড়টার দিকেও হামলার ঘটনা ঘটে।

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে পুরো শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। 

এছাড়া রাত ৮টা থেকে পরদিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন